Friday, October 24, 2014

BCS Bangla Part- 01

০১। 'মনপুরা-৭০' ---
(ক) একটি উপজেলা          (খ) একটি উপন্যাস        (গ) একটি ছায়াছবি         (ঘ) একটি চিত্রশিল্পী

উত্তরঃ (ঘ) একটি চিত্রশিল্পী

০২। ভেনিজুয়েলা'র আইনসভার নাম কি?
(ক) কংগ্রেস          (খ) ন্যাশনাল কংগ্রেস          (গ) ন্যাশনাল অ্যাসেম্বলি         (ঘ) সাইমা

উত্তরঃ (গ) ন্যাশনাল অ্যাসেম্বলি

০৩। 'ব্যর্থ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) ব্য+অর্থ           (খ) ব+ অর্থ        (গ) বি+ অর্থ          (ঘ) ব্যা+ অর্থ

উত্তরঃ  (গ) বি+ অর্থ

০৪। কোনটি অনুজ্ঞা?

(ক) তুমি গিয়েছিলে        (খ) তুমি যাও         (গ) তুমি যাচ্ছিলে          (ঘ) তুমি যাচ্ছ

উত্তরঃ (খ) তুমি যাও

০৫। কোনটি খাটি  বাংলা উপসর্গ নয়?

(ক) পরি        (খ) বি      (গ) স          (ঘ) কু


উত্তরঃ (ক) পরি

  

No comments: